আ.লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা। ছবি-সংগৃহীত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৫:২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস।
এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলমসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও অঙ্গ সংগঠনের নেতারা।