ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

তপশিল বাতিলের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

তপশিল বাতিলের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৭:৫২

তপশিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জ শহরে জেলা জামায়াত-শিবিরের ঝটিকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাতটায় শহরের গোশালা ফজলুল হক রোডে সমাবেশ হয়। 

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোশালা রোডের শ্বশুরবাড়ি মিষ্টির দোকানের সামনে সমবেত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মিছিল, বিক্ষোভ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে সরে পড়েন নেতাকর্মীরা। 

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘গোশালা রোডে নাশকতার পরিকল্পনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকালে হঠাৎ জমায়েত হলেও পুলিশ দেখে দ্রুত পালিয়ে যায়। একজনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন