টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টাঙ্গাইলের বেতৈরে ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ছবি: সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৮:৫৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ১৫:১৬
টাঙ্গাইলে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার বেতৈর এলাকায় ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) আলী আকবর বলেন, ‘ভোর পাঁচটার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৬ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বেতৈর পৌঁছায়। এসময় ইঞ্জিনের পাশে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইতোমধ্যে ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে উদ্ধারকারী দল রওয়ান হয়েছে। উত্তরাঞ্চলের সঙ্গে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।