ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে ট্রাকে আগুন

রাজশাহীতে ট্রাকে আগুন

আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা (ছবি-শরিফুল ইসলাম তোতা)

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ১২:৩২

রাজশাহীতে সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকে মঙ্গলবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভনের ‘শোভন এন্টার প্রাইজ’ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে রেখে যান। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। 

স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, একটি ট্রাক মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের আয়রন মার্কেটের সামনে পার্কিং করে রাখা ছিল। ভোরে ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ ঘটনার তদন্ত চলছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×