ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন কুমিল্লার ২ উপজেলা চেয়ারম্যান

এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন কুমিল্লার ২ উপজেলা চেয়ারম্যান

আবুল কালাম আজাদ ও আবদুস সোবহান ভূঁইয়া হাসান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১২:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে কুমিল্লার দেবিদ্বার ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পদত্যাগপত্র জেলা প্রশাসকের নিকট দাখিল করেন। এসময় তার সঙ্গে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গত রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং মঙ্গলবার জমা দেবেন বলে জানিয়েছেন। 

এর আগে দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান তার প্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসকের নিকট পদত্যাগপত্র জমা দেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনিও গত রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং মঙ্গলবার জমা দেবেন বলে জানিয়েছেন।

পদত্যাগের বিষয়ে উভয় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, তাঁরা সংশ্লিষ্ট সংসদীয় আসনে এমপি হতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চাইবেন। তাই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করার জন্য আবেদন জমা দিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় সরকার আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন