ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ফেনী জেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

ফেনী জেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা একেএম সামসুদ্দিন

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৪:৪২

ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা একেএম সামসুদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুরে ফেনী পাঠানবাড়ীর একটি গলি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জেলা জামায়াকের সেক্রেটারী মুফতি আবদুল হান্নান সমকালকে জানান।

সেক্রেটারী হান্নান জানান, জেলা আমীর সামছুর নামে ফেনী থানায় ১০টির মতো মামলা রয়েছে। আগের সব কয়টি মামলায় তিনি জামিনে রয়েছেন। হয়রানি ও জামায়াত শিরিবের মনোবল নস্ট করা এবং চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে তাদের নিভৃত রাখতে এই হয়রানিমূলক গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

জেলা ডিবির ওসি সদীব কুমার দাস জেলা জামায়াতের আমীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নতুন করে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন