টাঙ্গাইলে চাকা লাইনচ্যুত: সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

দুর্ঘটনায় পতিত হওয়া ট্রেন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৫:০৫
টাঙ্গাইলে ট্রেনের বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার সাড়ে ৯ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে সমকালকে জানান টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল।
এর আগে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৬ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বেতৈর পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।