ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

সিরাজগঞ্জে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৩

ছবি: পুলিশের সৌজন্যে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ১৬:৫১

সিরাজগঞ্জে আটক জেলা জামায়াতের তিন রোকনসহ অর্ধশতাধিক নেতাকর্মীর নামে নাশকতার মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর থানায় মামলাটি করে পুলিশ। মামলায় জেলা জামায়াতের রোকন নজরুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল কাদেরসহ জ্ঞাত ১০ এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জেলা শহরের গোশালা ফজলুল হক রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ নাশকতার চেষ্টা করেন জামায়াতের নেতাকর্মীরা। এমন ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন রোকনকে আটক করে। বাকিরা সটকে পড়েন। 

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘নাশকতার পরিকল্পনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানোরও প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন