ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

একই আসনে নৌকা চান বাবা-ছেলে

একই আসনে নৌকা চান বাবা-ছেলে

অধ্যাপক রফিকুল ইসলাম ও মোস্তফা আশিষ ইসলাম

যশোর অফিস

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৭:০৪

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন থেকে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন বাবা ও ছেলে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। এ আসন থেকে দলীয় মনোনয়ন চাচ্ছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও তার ছেলে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোস্তফা আশিষ ইসলাম।

সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ছাত্রজীবনে ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেও তিনি পরাজিত হন। এরপর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যশোর-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলে মনোনীত হন বিরোধী দলের হুইপ। এর পর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে নিযুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

তার ছেলে মোস্তফা আশিষ ইসলাম ১৯৯৪ সালে ছাত্রলীগের উপজেলা কমিটিতে সদস্য হিসেবে যোগদানের মধ্যে দিয়ে তার রাজনীতি শুরু হয়। ২০২১ সালে যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদ লাভ করেন। এ দিকে ব্যাক্তি উদ্যেগে জনগণকে ডিজিটাল সেবা প্রদানের অংশ হিসেবে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার দুই লাখ মানুষকে স্মার্ট কার্ড বিতরণে নির্বাচন কমিশনকে সহায়তা, বিনামূল্যে ই-সেবা প্রদানসহ নানা রকম সামাজিক কর্মকান্ড সংঘটিত করে লোকমুখে 'স্মার্ট ভাই' খ্যাতি অর্জন করেছে।

সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম বলেন, গত দুই বছর চার মাস পুত্রকে সাথে নিয়ে আবার কখনও একা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয় করে বলেছি নেত্রী তাকে জেলা আওয়ামী লীগের সদস্য করেছে। আমার বয়স হয়ে যাচ্ছে, তরুন নেতৃত্বের দরকার। ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনগণ চায় শেষ বারের মত আমি নির্বাচনে অংশগ্রহণ করি।

মোস্তফা আশিষ ইসলাম বলেন, নির্বাচনী মাঠ তৈরিতে দীর্ঘ ২৮ মাস অক্লান্ত পরিশ্রম করেছি। আমার আসনের দুই লক্ষ ভোটারকে আমি সশরীরে বিনামূল্যে ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবেচনায় আমাকে মনোনয়ন দিলে আমার চৌগাছা ও ঝিকরগাছা উপজেলাকে আমি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।

তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের কথা রাখতে তাদের সমর্থনে এবং জনপ্রিয়তায় আমার আব্বাও মনোনয়ন জমা দিয়েছে। তিনিও জনগনের জন্য আগেও কাজ করেছে, এবং করে যাচ্ছেন।

ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ৯০৩ জন।

আরও পড়ুন