ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ছবি: সমকাল

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৮:৩৭

নওগাঁর সাপাহারে ধানবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির চালক আবুবক্কর সিদ্দিক (৪৫) নিহত হয়েছেন এবং চার যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার গোডাউনপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক পত্নীতলা উপজেলার চকরঘু গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সামাদের ছেলে।

পুলিশ জানায়, একটি ধানবোঝাই ট্রাক নওগাঁ থেকে সাপাহারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক গুরতর আহত হলে তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

whatsapp follow image

আরও পড়ুন

×