ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

৪০ মিনিটের আগুনে নিঃস্ব চারটি পরিবার

৪০ মিনিটের আগুনে নিঃস্ব চারটি পরিবার

আগুনে বসতঘর, গোয়াল, নগদ টাকা ও জমির কাগজপত্রসহ সব পুড়ে গেছে। ছবি: সমকাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৯:৫৩

কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে চারটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মীরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে বসতঘর, গোয়াল, রান্নাঘর, নগদ টাকা, আসবাব, জমির কাগজপত্রসহ সব পুড়ে গেছে। দুর্ঘটনায় তিনটি গরু আহত হলে পরে একটি মারা যায়।

প্রায় ৪০ মিনিটের আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। কীভাবে এর সূত্রপাত, তা বুঝতে পারছেন না তারা। ক্ষতিগ্রস্তরা হলেন– মো. মিরাজ ফারাজী (৪২), তাঁর ছেলে চান্নু ফারাজী (৩২), বাদশা ফারাজী (৪৫) ও রাজা ফারাজী (৪০)। তারা কাঁচামালের ব্যবসা ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজার ঘরে স্থানীয়রা আগুন দেখতে পান বলে জানান চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মঞ্জু। তাঁর ভাষ্য, প্রথমে সবাই পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তিন বস্তা চাল ও ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, উৎসুক জনতা ভিড় করেছে। পুড়ে যাওয়া ঘরের শুধু খুঁটিগুলো আছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। কাঁচামাল ব্যবসায়ী মিরাজ ফারাজী বলেন, ‘গামছা, লুঙ্গি আর ঘরের খুঁটি ছাড়া কিছুই বাকি রইল না।’ তাদের বসতঘর, গোয়াল ও ১ লাখ ৫৫ হাজার টাকাসহ সব পুড়ে গেছে বলে জানিয়েছেন।

রাজমিস্ত্রির কাজ করেন আরেক ক্ষতিগ্রস্ত বাদশা ফারাজী। তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে, তা কেউ জানেন না। তাঁর প্রায় দেড় লাখ টাকা দামের গাভি পুড়ে মারা গেছে। আরও দুটি আহত হয়েছে। চান্নুর দাবি, তাঁর ও চাচার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে বলা যাবে। ইউএনও বিতান কুমার মণ্ডল জানান, চারটি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আবেদন করলে তাদের সরকারিভাবে সহায়তা করা হবে।

আরও পড়ুন