ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনলেন জি এম কাদের

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনলেন জি এম কাদের

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে রংপুর–৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ২০:২৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে রংপুর-৩ (সদর) আসন থেকে  মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র নেন দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন। এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আজমল হোসেন সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আর রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশে আমরা পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি। এতে আনন্দিত হয়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম জানান, রংপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে এখন পর্যন্ত দুইজন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর একজন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। অন্যজন স্বতন্ত্রপ্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

whatsapp follow image

আরও পড়ুন

×