মনোনয়নপত্র কিনেছেন সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন
ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ২০:৫৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ২১:১৪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার সকালে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র কেনেন এবং আজ মঙ্গলবার দুপুরে সেটি জমা দিয়েছেন।
কুড়িগ্রাম-১ আসনটি বরাবরের মতো জাতীয় পার্টির দখলে থাকলেও একাদশ সংসদ নির্বাচনে এটির দখল নেয় আওয়ামী লীগ। আসনটির বর্তমান সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত জনসংযোগ ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠকও করছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
শোভন বলেন, ‘আওয়ামী পরিবারে আমার জন্ম। দাদা মুক্তিযুদ্ধের সংগঠক ও তিনবারের সংসদ সদস্য মরহুম শামসুল হক চৌধুরী এবং বাবা নুরুন্নবী চৌধুরী খোকন দুইবারের উপজেলা চেয়ারম্যান। ২৩ বছর থেকে ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার বাবা। তার দায়বদ্ধতা থেকে আমিও মানুষের সেবা করছি। যতটুকু সম্বল আছে, ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশরত্ন শেখ হাসিনারও কুড়িগ্রামের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে।’
স্বাধীনতা পরবর্তীতে শোভনের দাদা মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম শামসুল হক চৌধুরী ১৯৭০, ১৯৭৩ ও ১৯৭৯ সালে কুড়িগ্রাম-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ১৯৭৭ সালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি হন। শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকন ১৯৮১ সালে উপজেলা ছাত্রলীগ, ১৯৯১ সালে যুবলীগের সভাপতি ছিলেন ও ২০১৪ সাল থেকে দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং ২৩ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।