ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

প্রতি হাটে বিক্রি কোটি টাকার সবজি

প্রতি হাটে বিক্রি কোটি টাকার সবজি

ঝিনাইদহের ডাকবাংলা বাজারে কেনা সবজি বস্তায় ভরছেন শ্রমিক সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ২১:৫১

ঝিনাইদহে এবার শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। কোথাও বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে শিমক্ষেত, কোথাও বাহারি ফুলকপি। রয়েছে বাঁধাকপি, লাউ, শিম, মরিচও। সব ক্ষেত সবজিতে ভরপুর। কৃষি শ্রমিকরা ক্ষেত থেকে সবজি তুলে সড়কের পাশে স্তূপ করছেন। সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। মৌসুমি সবজির ভালো দাম পেয়ে খুশি কৃষকরা।  
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলার ছয় উপজেলায় ১২ হাজার ৩৬৩ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত শীতকালীন সবজির আবাদ হয়েছে ৮ হাজার ৮৯৫ হেক্টরে। বাকি জমিতেও শেষ হবে রোপণ কাজ। 

সবজির বড় বাজার সদর উপজেলার ডাকবাংলা বাজার। এখানে সপ্তাহে দুটি সবজি হাট বসে। এ হাট ঘিরে শতাধিক ব্যবসায়ীর জীবন-জীবিকা। প্রতি হাটে গড়ে ৭০ লাখ থেকে ১ কোটি টাকার সবজি বেচাকেনা হয়। সেগুলো কিশোরগঞ্জ, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন স্থানে যায়। 
পাইকার সবুর হোসেন ও আব্দার হোসেন বলেন, সবজি বিক্রি করে এবার লাভ ভালো হচ্ছে। তবে পরিবহন ভাড়া আগের তুলনায় ১০ থেকে ১২ হাজার টাকা বেড়েছে। প্রতি হাটে এখান থেকে ১৬ থেকে ১৭ ট্রাক সবজি বাইরে যায়। 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খরচের তুলনায় ভালো লাভ পাচ্ছেন তারা। এনায়েতপুর গ্রামের কৃষক লুৎফর মোল্লা সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপি আবাদ করেছেন। খরচ হয়েছে দেড় লাখ টাকা। এরই মধ্যে আড়াই বিঘার ফুলকপি ২ লাখ টাকায় বিক্রি করেছেন।  
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, জেলার মাটি শীতকালীন সবজির উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকায় সবজির আবাদ ভালো হয়েছে। কৃষকরাও কম রাসায়নিক সার ও বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করেছেন। 
 

whatsapp follow image

আরও পড়ুন

×