ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

মনোনয়ন চূড়ান্ত নয়, ফেসবুকে ভোট চেয়ে প্রচার

মনোনয়ন চূড়ান্ত নয়, ফেসবুকে  ভোট চেয়ে প্রচার

.

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ২১:৫৪

ঝিনাইদহ-১  (শৈলকুপা উপজেলা) আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালকে নৌকা প্রতীকে ভোট দিতে ফেসবুকে প্রচারণা চলছে। এতে নেতাকর্মীর মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নেতাকর্মীর ভাষ্য, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও বগুড়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান কাজল, কৃষক লীগ শৈলকুপা, কাবিল হোসেন তাদের ফেসবুক আইডিতে এ প্রচারণা চালানো হচ্ছে। গত চার দিন আগে লেখাটি পোস্ট করা হয়। 

এখানে পোস্টারে লেখা রয়েছে, ‘নজরুল ইসলাম দুলালকে নৌকা মার্কায় ভোট দিয়ে শৈলকুপাবাসীর উন্নয়ন করার সুযোগ দিন।’ পোস্টারে নৌকা প্রতীক ও নজরুল ইসলাম দুলালের ছবি রয়েছে। 
নিজের ফেসবুকে পোস্টের বিষয়ে শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আশিকুর রহমান কাজল বলেন, তারা নজরুল ইসলাম দুলালের সমর্থক। নৌকা প্রতীক পেয়ে তিনি (দুলাল) এমপি হন– সেটা চান তারা। এ কারণে পোস্টার ফেসবুকে দিয়ে প্রচার করছেন। 
উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু বলেন, কৃষক লীগের যে আইডিতে পোস্ট করা হয়েছে, তাতে তাদের সম্পৃক্ততা নেই। পোস্টের বিষয়ে জানেন না। তবে এটি দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে মনে করেন তিনি। 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই বলেন, নেত্রী যাঁকে মনোনয়ন দেবেন, তিনিই নৌকার পক্ষে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রতীক বরাদ্দের পর। নজরুল ইসলাম দুলালের পক্ষে ফেসবুকে যে পোস্টারিং হয়েছে, এটা ঠিক হয়নি। 
জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, ফেসবুকে প্রচারণার বিষয়ে জানেন না তিনি।  
ঝিনাইদর-১ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের আগে নির্ধারিত প্রতীকে প্রচারণার সুযোগ নেই।
 

whatsapp follow image

আরও পড়ুন

×