জমির বিরোধে বাড়িতে আগুন, দগ্ধ নারীর মৃত্যু
মামলায় আসামি আ’লীগ নেতাসহ ৪০

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০২:৩৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের সংঘর্ষে এক পক্ষের হয়ে অংশ নেওয়ায় যুবকের বাড়িতে আগুন দেয় অপর পক্ষের লোকজন। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছেন ওই যুবকের মা।
সোমবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই আওয়ামী লীগ নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিউটি বেগম নামের ৫০ বছর বয়সী ওই নারীর শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি হাবিবনগর এলাকার জাহের আলীর স্ত্রী।
এ ঘটনায় করা মামলার বাদী তাদের ছেলে বেলায়েত হোসেনের বন্ধু শফিকুল। এজাহারভুক্ত আসামি মো. সাঈদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
এজাহারে বলা হয়েছে, জাহের আলী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হাবিবুর, তার বড় ছেলে মতিনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এ সময় জাহের আলীর পক্ষে ছিল বেলায়েত। এরই জেরে বিকেলে সহযোগীদের নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় হাবিবুরের আরেক ছেলে জাকিবুর রহমান জুয়েল। ওই সময় হামলাকারীরা বাড়িতে আগুন দেয়। বাড়িতে অবস্থানরত বিউটি বেগম আগুনে দগ্ধ হন। রাত ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ওই নারীর শরীরের ৭৫ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।
একই ঘটনায় মাকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে স্কুলশিক্ষিকা শিমু আক্তারও দগ্ধ হয়েছেন। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।