ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আসামিকে চড় মারানো বিচারকের আদালত বর্জন আইনজীবীদের

আসামিকে চড় মারানো বিচারকের আদালত বর্জন আইনজীবীদের

ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০৩:২৯

লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জামানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গত ১৫ নভেম্বর আইনজীবীদের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আল মাহমুদ জানান, তিনি এক চিঠির মাধ্যমে আইনজীবীদের বিষয়টি অবহিত করেছেন। বিচারক নুসরাত জামানের অপসারণ ও সন্তোষজনক প্রতিকার না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাঁর আদালত বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন আইনজীবীরা।

নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও পূর্ব ঘোষণা অনুযায়ী গত রোববার থেকে বিচারক নুসরাত জামানের অপসারণের দাবিতে সব আইনজীবী এই কর্মসূচি পালন করে আসছেন।

জানা গেছে, গত ১৪ নভেম্বর বিচারক নুসরাত জামানের নির্দেশে এজলাসের ভেতর কাঠগড়ায় আবদুল্লাহ আল মামুন নামের এক আসামিকে থাপ্পড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীরা তাঁর আদালত বর্জন করেন। এ সময় ওই বিচারককে লক্ষ্মীপুর থেকে প্রত্যাহারের দাবি জানান আইনজীবীরা। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক জানান, বিচারক নুসরাত জামানের বিরুদ্ধে আইনজীবীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। তিনি আইনজীবীদের সঙ্গে সব সময় অসম্মানজনক আচরণ করতেন। তিনি বিচারকাজকে আইনি দৃষ্টিতে না দেখে নিজের স্বেচ্ছাচারী ও খামখেয়ালি দৃষ্টিতে দেখতেন। আদালত পরিচালনা করতেন নিজের খেয়ালখুশি মতো। বিচারকের এমন অবস্থার কারণে আইনজীবীদের সঙ্গে দূরত্ব ক্রমেই বেড়ে ওঠায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

গত ১৪ নভেম্বর নুসরাত জামান মামলার শুনানির পর মামুন নামের এক আসামিকে এজলাসে ডেকে নেন। পরে বিচারক পুলিশ কনস্টেবল কবিরকে নির্দেশ দেন তাঁকে দুটি চড় দেওয়ার জন্য। বিচারকের নির্দেশে বিচারপ্রার্থী জনগণের সামনেই কনস্টেবল কবির তাঁকে দুটি চড় দেন। এ সময় তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়। বিচারক তাঁকে উদ্দেশ করে বলেন, ‘পুলিশ দিয়ে চড় দিয়েছি, এখন আমি নিজে তোকে চড় মারব।’

এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও অভিযোগ দিয়েছেন তিনি। এ ঘটনার একটি প্রতিবেদন জেলা পুলিশ সুপার কার্যালয়েও পাঠানো হয়।

আরও পড়ুন