বঞ্চিত সুবিদ আলীর ছেলের ঘোষণা– ‘খেলা হবে ইনশাল্লাহ’
কুমিল্লায় দুই এমপি বাদ

মনোনয়নবঞ্চিত কুমিল্লা-১ আসনের এমপি সুবিদ আলী ভূঁইয়া ও কুমিল্লা-৮ আসনের এমপি নাসিমুল আলম চৌধুরী নজরুল
কামাল উদ্দিন, কুমিল্লা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ০২:৩৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ | ০২:৩৭
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে দুটি বাদে অন্যগুলোতে আওয়ামী লীগের মনোনয়নে বড় কোনো চমক নেই। এবার কুমিল্লা-১ এবং কুমিল্লা-৮ আসনে মনোনয়নবঞ্চিত হয়েছেন দল থেকে একাধিকবার নির্বাচিত বর্তমান দুই এমপি। এরই মধ্যে মনোনয়নবঞ্চিত এমপি সুবিদ আলী ভূঁইয়ার পরিবার থেকে একজন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। বাদ পড়া দু’জনের স্থানে এসেছেন নতুন দুই মুখ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং আবু জাফর মো. শফিউদ্দিন শামীম।
বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি এবারও মনোনয়ন পেয়েছেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে বর্তমান এমপি সুবিদ আলীর পরিবর্তে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সুবিদ আলী ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এমপি হন। তার পুত্র মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ২০১৪ ও ২০১৯ সালে নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান হন।
ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও শফিউদ্দিন শামীম
দলীয় সূত্র বলছে, দলের একটি গ্রুপ তাদের নেতৃত্বের প্রতি সমর্থন দিলেও প্রতিপক্ষ গ্রুপে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। তিনি দীর্ঘদিন এলাকায় সাংগঠনিক কাজ করছেন। তিনি প্রকৌশলীদের বড় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) বর্তমান সভাপতি। এর আগেও তিনি একাধিকবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
মনোনয়ন লাভের পর তিনি সমকালকে বলেন, ‘নেত্রী আমার প্রতি আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন, আশা করি দলের সর্বস্তরের নেতাকর্মীকে নিয়ে এ আসনটি নেত্রীকে উপহার দিতে পারব।’
তবে সন্ধ্যা পৌনে ৭টার দিকে এমপিপুত্র সুমন ফেসবুকে পোস্ট দেন ‘খেলা হবে– ইনশাল্লাহ, প্রস্তুত হন।’ পরে তিনি সমকালকে বলেন, সোমবার তিনি, তাঁর বাবা ও মা মনোনয়নপত্র কিনবেন। এ পরিবার থেকে তাদের একজন নির্বাচন করবেন, তা নিশ্চিত।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ২০০৮ ও ২০১৮ সালে এমপি হন নাসিমুল আলম চৌধুরী নজরুল। এ আসনে দলের সাবেক এমপি আবদুল হাকিমের পুত্র ও উপজেলা চেয়ারম্যান মঈনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এমপির। একাধিক অনুষ্ঠানে এমপি নজরুলকে ‘রাজাকারের সন্তান’ বলায় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে এমপির বিরোধ চরম আকার ধারন করে। বেশ কয়েকবার উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হামলা-মামলার ঘটনা ঘটে।
এবার মনোনয়ন দৌড়ে নজরুল ছাড়াও সাবেক সংসদ সদস্য আবদুল হাকিমের দুই পুত্র কামরুল ইসলাম ও মঈনুল ইসলামও ছিলেন। উভয় গ্রুপের বিরোধের কারণে বিকল্প প্রার্থী হিসেবে এবার শিল্পপতি শফিউদ্দিন শামীমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলের নেতারা মনে করেন। শামীম কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সমকালকে তিনি বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় দল, এখানে দলে ছোটখাটো গ্রুপিং-কোন্দল থাকবেই। নেত্রী আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। আশা করি সবাই মান-অভিমান ভুলে ঐক্যবব্ধ হয়ে নৌকার বিজয়ে মাঠে কাজ করবেন।’
কুমিল্লার অন্য আসনগুলোতে বর্তমান এমপিরা মনোনয়ন পেয়েছেন। তারা হচ্ছেন কুমিল্লা-২ আসনে সেলিমা আহ্মাদ মেরি, কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আবুল হাশেম খান, কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৯ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ আসনে মুজিবুল হক।