কুলিয়ারচরে ট্রাকে আগুন

কুলিয়ারচরে পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ১২:৩৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দেড়টার দিকে কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত দেড়টার দিকে কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে পণ্যবোঝাই একটি ট্রাকে দূর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ছয়সুতী বাসস্ট্যান্ডের কাছে দূর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। দিয়েছিল।