কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল পুনর্নির্ধারণ, অভিন্ন নীতিমালা প্রণয়ন, সব দপ্তরে প্রধানসহ নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলক করাসহ আট দফা দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শতাধিক কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করে উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করেন। 

এ সময় উপাচার্য বেরিয়ে এলে প্রশাসনিক ভবনের সামনে উত্তেজিত কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ২০০৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এসব দাবি জানিয়ে আসছিলেন। 

এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করলেও প্রশাসনের আশ্বাসে তারা এতদিন কোনো কর্মসূচি নেননি। 

মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের মুখপাত্রদের নিয়ে হঠাৎ কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে কথা বলতে তার বাসভবনের দিকে যান। এ সময় উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বেরিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে তাদের শান্তিপূর্ণভাবে সম্মেলন কক্ষে বসে আলোচনার আহ্বান জানান। তখন আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমানসহ সংগঠনের নেতাদের সঙ্গে উপাচার্যের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে সম্মেলন কক্ষে আলোচনায় বসতে রাজি হন তারা।

এ বিষয়ে উপাচার্য বলেন, ফেডারেশনের মুখপাত্র ও বাইরের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা যেভাবে এসে অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন, তা অনাকাঙ্ক্ষিত। আর দাবি-দাওয়ার ব্যাপারে গঠিত কমিটি দ্রুত নিষ্পত্তি করলে আমি ব্যক্তিগতভাবে খুশি হবো।