ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রোববার ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার ভোররাত ৪টার দিকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকশ‘ বাস কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘনকুয়াশার কারণে সোমবার রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কমলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।