- সারাদেশ
- সবার অজান্তে পানিতে ডুবে গেল শিশুটি
সবার অজান্তে পানিতে ডুবে গেল শিশুটি

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে নুসাইফা জাহান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের দক্ষিণ চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া নুসাইফা ওই এলাকার মাওলানা আবুল কালাম আজাদের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে শিশু নুসাইফা নিজ বাড়ির পুকুরে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তার সন্ধান পাননি। এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় পাটারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন