- সারাদেশ
- নিজের কাটা গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল রায়হানের
নিজের কাটা গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল রায়হানের

নিহত রায়হান -সংগৃহীত ছবি
নরসিংদীর বেলাবতে গাছ কাটতে গিয়ে কাটা গাছের নিচে চাপা পড়ে আবু রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরউজিলাব ইউনিয়নের চর উজিলাব গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান চরউজিলাব পূর্বপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে ও চুক্তিভিত্তিক গাছ কাটার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু রায়হান কিছুদিন ধরে চুক্তিতে গাছ কাটছিলেন। সোমবার দুপুরে চরউজিলাব মধ্যপাড়া গ্রামের খোকা মিয়ার বাড়িতে আবু রায়হানসহ ৪ জন কাঠুরে একটি মেহগনি গাছ কাটতে যান। এক পর্যায়ে কাটা গাছ মাটিতে পড়তে লাগলে আবু রায়হান দৌড় দেন। এ ওই গাছের নিচে চাপা পড়ে মাথা থেঁতলে তার মৃত্যু হয়।
নিহত রায়হানের সঙ্গে থাকা আরেক কাঠুরে মোনতাজ উদ্দীন বলেন, আমরা চুক্তিতে গাছ কাটি। দুপুরে আমি, রায়হান, সোহেল ও সিরাজ মিয়া খোকা মিয়ার বাড়িতে গাছ কাটতে যাই। এসময় কাটা গাছের নিচে চাপা পড়ে রায়হান। পরে আমরা তাকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কিন্ত তার আগেই তার মৃত্যু হয়। নিহত রায়হানের একটি কন্যা সন্তান রয়েছে।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইমরান হোসেন জানান, চোখের বাম পাশে আঘাত লেগে ও মাথা থেঁতলে হাসপাতালে পৌঁছার আগেই রায়হানের মৃত্যু হয়েছে।
বেলাব থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন