- সারাদেশ
- মাদারীপুরে সড়কে প্রাণ গেল পথচারীর, বাসে আগুন
মাদারীপুরে সড়কে প্রাণ গেল পথচারীর, বাসে আগুন

বিক্ষুব্ধ জনতা রং সাইড দিয়ে আসা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি: সমকাল
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রং সাইড দিয়ে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম ফারুক মুন্সী (৩৯)। তিনি রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সী ছেলে ফারুক মুন্সী।
স্থানীয়রা জানায়, ফারুক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি লোকাল বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী নাদিম মাতুব্বর জানান, বাসটি নিয়ম ভেঙে উল্টা দিক দিয়ে আসায় এ দুর্ঘটনা ঘটেছে। পথচারী লোকটি নিয়মমতো ডান দিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত পথচারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। এ ঘটনায় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়েন্ত্রণে আনে।
মন্তব্য করুন