- সারাদেশ
- হবিগঞ্জে ১৫ লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
হবিগঞ্জে ১৫ লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

সংগৃহীত ছবি
হবিগঞ্জ থেকে এজেআর ট্রান্সপোর্টের এজেন্সি ও কুরিয়ান সার্ভিসে চট্রগ্রামে পাঠানোর সময় ১৯ কার্টনে ১৫ লাখ পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসবের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের শ্মশানঘাট এলাকার এজেআর ট্রান্সপোর্ট সার্ভিসে অভিযান চালায়। এসময় ১৯টি কার্টনে প্রায় ১৫ লাখ পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলার ডিবির ওসি আল-আমিন জানান, শহরের তিনকোনা পুকুর পাড়ের মাইসা এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের প্যাডে এসব অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট চট্টগ্রামে পাঠানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তা আটক করা হয়। এসব ট্যাবলেটের মালিক ও চক্রের মূলহোতাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন