- সারাদেশ
- কেন্দুয়ায় থেমে থাকা ট্রাককে বাসের ধাক্কা
কেন্দুয়ায় থেমে থাকা ট্রাককে বাসের ধাক্কা

দুর্ঘটনা কবলিত বাস -সমকাল
নেত্রকোণার কেন্দুয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাককে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার সনাই মিয়া নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।
সোমবার সকালে নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের আটিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হিরন এন্টারপ্রাইজ নামের ওই বাসটি চট্টগ্রাম থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে আসছিল। অপরদিকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সড়কের সংষ্কার কাজের জন্য পাথরভর্তি করা ছিল। সকালে যাত্রীবাহী ওই বাসটি ট্রাকটিকে ধাক্কা দিলে বাসের হেলপার সনাই মিয়া নিহত হন। তিনি মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মিছির উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর আহত যাত্রীদেরকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
মন্তব্য করুন