- সারাদেশ
- চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত
চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত

প্রতীকী ছবি
চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রাকচাপায় মুশফিকুর রহমান জাহিদ (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে পাহাড়তলির ডিটি রোডস্থ হাক্কানি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাহিদ নগরীর আকবর শাহ থানাধীন মধ্যম জনারখিল এলাকার মালেক সওদাগর বাড়ির আবদুল হালিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, নগরীর ডিটি রোড দিয়ে রিকশায় করে মালামাল নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান মুশফিকুর। এসময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত জাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারপর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন