সামরিক অভ্যুত্থানের প্রভাবে মিয়ানমার থেকে পণ্যের চালানবোঝাই কোন ট্রলার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসেনি। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য আওতায় কোন আমদানি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘মিয়ানমারে অভ্যুত্থানের পর সেদেশের মংডো-আকিয়াব এই দুই জায়গা থেকে পণ্যের চালানবোঝাই কোন ট্রলার আসেনি। সপ্তাহখানেক পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’

স্থলবন্দরের নুরু মাঝি বলেন, ‘প্রতিদিন মিয়ানমার থেকে দুই-তিনটি পণ্যের চালানবোঝাই ট্রলার আসে। কিন্তু সেদেশের নেত্রী অং সান সুচির আটকের ঘটনায় কোন ট্রলার আসেনি। অন্যদিন সেদেশের মাঝিমাল্লাদের সঙ্গে কথা বলা সম্ভব হলে আজ ফোনে কথা বলা যায়নি।’

সামরিক অভ্যুত্থানে পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে কোন পণ্যেবোঝাই ট্রলার আসেনি উল্লেখ করে টেকনাফ স্থল বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, ‘সামরিক অভ্যুত্থান ও সু চিকে গ্রেপ্তারে সেদেশের ব্যবসায়ীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। ইন্টারনেট না থাকার কারণে ব্যবসায়ীদের সঙ্গে তেমন একটা যোগাযোগ সম্ভব হয়নি।’

অন্যদিকে গত কয়েকদিন ধরে মিয়ানমার থেকে গবাদিপশু ট্রলার আসেনি বলে জানিয়েছেন টেকনাফ গবাদি পশু আমদানী করিডোরের সভাপতি আবদুল্লাহ মনির। তিনি জানান, ‘মিয়ানমারে অভ্যুত্থানের প্রভাবে আরো কত দিন গবাদিপশু ট্রলার আমদানি বন্ধ থাকে তা বলা মুশকিল।’