- সারাদেশ
- খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন
খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন

বন্ধ থাকা ব্যক্তিমালিকানা পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।
সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ব্যক্তিমালিকানাধীন সোনালী, অ্যাজাপ, আফিল, মহসেন ও জুট স্পিনার্স দ্রুত চালু করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বন্ধ মিলগুলোর মালিকদের কাছে শ্রমিকদের বিপুল অঙ্কের টাকা বকেয়া আছে। বকেয়া টাকা না দেওয়ায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।
ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং তারেক সাইফুল্ল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মো. বকতিয়ার, ওয়াহিদ মুরাদ, মো. আজাহার, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, আবুল কাশেম, মোকছেদ মোল্ল্লা, লুৎফর রহমান খান, বাবুল শেখ, আবদুল ওহাব, নিজাম উদ্দিন, আছহাব উদ্দিন, মিহির রঞ্জন বিশ্বাস, ইমরান হোসেন প্রমুখ।
মন্তব্য করুন