- সারাদেশ
- কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ বোন ক্ষতবিক্ষত
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ বোন ক্ষতবিক্ষত

হাসপাতালে চিকিৎসাধীন মায়া -সমকাল
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে ২ বোন গুরুতর আহত হয়েছে। জেলার সদর উপজেলার পৌর এলাকার গনকা বিদিরপুরে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- গনকা বিদির পুর এলাকার আশরাফুল হকের (বাবু) দুই মেয়ে মারিয়া (৪) ও মায়া (১১)।
আশরাফুল হক জানান, বিকেলে মেয়েদের খেলার জন্য বাড়ি থেকে বের করে দেওয়ার পর পাশের একটি ফাঁকা জায়গায়া লাল রংয়ের একটি বস্তু পায় ২ বোন। পরে তারা সেটা সেটা খেলা আরম্ভ করে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হঠাৎ বস্তুটা হাত থেকে মাটিতে পড়ে বিস্ফোরিত হলে তার ২ শিশু সন্তান গুরুতর আহত হয়।
তিনি জানান, পরে তাদের সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
আশরাফুল হক জানান, বিস্ফোরণে তার বড় মেয়ের ডান হাতের ৩টি আঙুল বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে গেছে। আর ছোট মেয়ের সারা শরীরেই ক্ষত।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, গত কয়েকদিন থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীনগর থেকে বিদিরপুর এলাকায় বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কেউ এই ককটেল ফেলে রাখায় এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে তল্লাশি আরম্ভ করেছে।
মন্তব্য করুন