‘চেতনায় মুক্তিযুদ্ধ, প্রতিজ্ঞায় বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে এবং উজ্জীবিত হয়ে সমকাল সুহৃদ সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীদের উপস্থিতিতে সমকাল সুহৃদ সমাবেশ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রভাষক খুরশিদ আল মনাদিমকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটিতে আছেন মনিরুজ্জামান শাহ্জামান, এন্তেখাব আল মরিপন, মোস্তাক আহম্মদ, সৈয়দ আমানুর রশীদ রঞ্জন, আব্দুল্লাহ্আ ল নোমান, আব্দুল্লাহহিল মাসুদ, আরজু আহমেদ টুটুল, নূরে জান্নাত তামিম, আমিনুল ইসলাম, মোরশেদুল আল মরুবেল, তাজমিন নাহার, রুমা পারভীন, বর্ষা রায় ও সুমাইয়া আক্তার সিনথিয়া।

এর আগে ফুলবাড়ী সমকাল সুহৃদ সমাবেশ ‌‘শীতার্তদের জন্য ভালোবাসা’ শীর্ষক অনুষ্ঠানে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. মাহমুদ আলম লিটন এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন।

এছাড়াও সমকালের সুহৃদ সমাবেশের উপদেষ্টাদের মধ্যে প্রভাষক মঞ্জুরুল ইসলাম শাহ্, সৈয়দ রায়হান-উর-রশিদ জামি, প্রধান শিক্ষক আশরাফুল আলম, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক মাসুমা পারভীন, শিক্ষক ফৌজিয়া খানম, প্রভাষক খায়রুল আনাম আবেশ, রশিদুল হক মিনু উপস্থিত ছিলেন।