- সারাদেশ
- শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী
শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগে দশ গ্রাম ঘুরেও একজন শিক্ষিত মানুষ পাওয়া যেত না। এখন প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে। সাধারণ শিক্ষার পাশাপাশি এখন মাদ্রাসা শিক্ষায়ও একটা আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।
সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া আলিম মাদ্রাসায় চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম।
সভা শেষে এবি মাসুক মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনজন করে মোট ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।
এর আগে সকাল ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী। এ ছাড়াও সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জে হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসায় চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
মন্তব্য করুন