- সারাদেশ
- সালথায় ৫০০ বেকারের জন্য তিনমাসের প্রশিক্ষণ
সালথায় ৫০০ বেকারের জন্য তিনমাসের প্রশিক্ষণ

ফরিদপুরের সালথা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ৫০০ বেকারের জন্য তিনমাসের প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সালথার আয়োজনে সোমবার সকাল ১১টায় স্থানীয় মাল্টিপারপাস হলরুমে এক অনুষ্ঠানে ওই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক খান মো. নাইম, ব্যাংক এশিয়ার হেড অব এজেন্ট ব্যাংকিং এস.ভি.পি মো. আহসান উল আলম, ব্যাংক এশিয়ার হেড অব আর্থিক অন্তর্ভূক্তি বিভাগ এফ.ভি.পি মো. জাকির হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার, ব্যাংক এশিয়ার হেড অব পেমেন্ট চ্যানেল চন্দন নাগ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেককে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী চান দক্ষ জনশক্তি গড়ে তুলতে। আমরা তার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুবকরাই হবে মূল কারিগর। যুবকদের কর্ম দক্ষতাই দেশকে পাল্টে দিতে পারে।
মন্তব্য করুন