চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ভোট স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন নিহত তারেক সোলেমান সেলিমের সহধর্মিণী হাসিনা খানম। 

সোমবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ঘোষিত নতুন তফসিল অনুযায়ী ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৭ জানুয়ারি সম্পন্ন হওয়া সিটি নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে কেবল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

হাসিনা বলেন, আমার প্রয়াত স্বামীর পদে নিজে মনোনয়ন ফরম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার স্বামী ওয়ার্ডের দায়িত্ব নিয়ে সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি প্রার্থী হবো। এ জন্য ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাই। জনরায়ে কাউন্সিলর নির্বাচিত হয়ে মরহুম তারেক সোলেমান সেলিমের জনসেবার ধারা অব্যাহত রাখতে চাই আমি। একটি আধুনিক ওয়ার্ড গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে আমি নির্বাচন করব। সদ্য সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ডেলটা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। পরের দিন প্রজ্ঞাপন জারি করে ৩১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।