- সারাদেশ
- মাটি খুঁড়ে মিলল ৯ ড্রাম মদ
মাটি খুঁড়ে মিলল ৯ ড্রাম মদ

মদ উদ্ধার করছে পুলিশ -সমকাল
নরসিংদীর শিবপুরে ৯টি ড্রামে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘাব ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ গ্রামের সখী রানীর বাড়ির পাশে মাটি খুঁড়ে মদগুলো উদ্ধার করে।
ওসি মোল্লা আজিজুররহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়ির পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৯টি ড্রামে প্রায় ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন