- সারাদেশ
- শিবচরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ২ বাইক আরেহী নিহত
শিবচরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ২ বাইক আরেহী নিহত

ফাইল ছবি
মাদারীপুরের শিবচরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আড়িয়াল খাঁ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি সোরহাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিক আড়িয়াল খা সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি (২২) নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়নাল ভাঙ্গি (৪৫) ও আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আমির ভাঙ্গি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে এবং আয়নাল ভাঙ্গি একই এলাকার খালেক ভাঙ্গির ছেলে।
মন্তব্য করুন