- সারাদেশ
- কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ দুই ভাই আটক
কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

কুমিল্লা সদর উপজেলায় থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে র্যাব। তারা সদর উপজেলার কোর্টেরশহর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে ইউসুফ মিয়া ও স্বপন মিয়া।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। অবশেষ র্যাব সদস্যরা তাদের হাতে-নাতে আটক করেছেন।
তিনি জানান, কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মাদক ব্যবসায়ী ওই দুই ভাইকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন