- সারাদেশ
- জামালপুরে দুস্থ পরিবারের মাঝে কম্বল ও টিউবওয়েল বিতরণ
জামালপুরে দুস্থ পরিবারের মাঝে কম্বল ও টিউবওয়েল বিতরণ

ছবি: সমকাল
জামালপুরে ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে দুস্থ পরিবারের মাঝে কম্বল ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দোস্ত ইইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে এ কম্বল ও টিউবয়েল বিতরণ করেন।
এ সময় দুস্থ পরিবারের মাঝে ২৫০টি কম্বল ও ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।
সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের,উপজেলা ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রুকন ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
মন্তব্য করুন