লক্ষ্মীপুরের রামগতিতে মো. মিলন জমিদার (২৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরহাসান-হোসেন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মিলন ওই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে এবং চরআলগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়দের ধারণা, পাওনাদারের ঋণ পরিশোধ নিয়ে মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন এলাকায় মাছ চাষ করতেন। এ কাজের জন্য তিনি বিভিন্ন লোকের কাছ থেকে ঋণ নিয়েছেন। কিন্তু টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে তিনি মানসিক জটিলতায় ভুগছিলেন। এর জের ধরে বুধবার রাতে পুকুরে মাছ শিকার রোধ করার কাজে ব্যবহার করা বক মারার বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মিলনের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।