- সারাদেশ
- পঞ্চগড়ে মিলল বিরল প্রজাতির সাপ
পঞ্চগড়ে মিলল বিরল প্রজাতির সাপ

পঞ্চগড়ে উদ্ধার হওয়া 'রেড কোরাল কুকরি' সাপ। ছবি বিবিসি বাংলা
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকা থেকে বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, সাপটির নাম রেড কোরাল কুকরি।
ঝলইশালশিরি ইউনিয়নের ডাবরভাংগা নতুন হাট গ্রামের মো. সহিদুল ইসলাম একই সঙ্গে আরও ছয়টি দেশী প্রজাতির সাপ উদ্ধার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক বোরহান বিশ্বাস রেড কোরাল কুকরি সাপাটি রাজশাহীতে নিয়ে গিয়ে সংরক্ষণ কেন্দ্রে রেখেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ বাজারের পাশে মাটি কাটার সময় প্রথমে সাপটি দেখা যায়। খবর পেয়ে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কাজে পারদর্শী স্থানীয় সহিদুল ইসলাম সেখান থেকে বিভিন্ন প্রজাতীর ছোটবড় সাতটি সাপ উদ্ধার করেন। সাপগুলো হচ্ছে-রেড কোরাল কুকরি ১ টি, দাঁড়াশ সাপ ২টি, গুইসাপ ১টি, হেলে ২টি, কৃষ্ণ কালাচ ১টি। উদ্ধার হওয়া সাপের মধ্যে রেড কোরাল কুকরি সাপটি মাটি কাটার সময় আঘাত পায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম থেকে আসা ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক বোরহান বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়। অন্য সাপগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।
বোরহান বিশ্বাস উজ্জ্বল কমলা ও লাল প্রবাল রঙয়ের রেড কোরাল কুকরি সাপটি কম বিষযুক্ত ও নিরীহ প্রজাতির। এটি দুর্লভ সাপগুলোর একটি। হিমালয়ের পাদদেশ দক্ষিণে ৫৫ কি.মি এবং পূর্ব-পশ্চিমে ৭০ কি.মি এলাকায় এই সাপ দেখা যায়। ১৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশে প্রথম এ ধরনের সাপ দেখা যায়। এরপর ২০১৯ সালে আবার উত্তর প্রদেশের খেরি জেলায় দেখা যায় এমন একটি লাল প্রবাল সাপ। এছাড়া নেপালের মহেন্দ্র নগর, চিতোয়ান ন্যাশনাল পার্ক, ভারতের নৈনিতাল ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এমন সাপ দেখা গেছে।
উদ্ধারকারী সহিদুল ইসলাম জানান, রেড কোরাল কুকরি সাপ এই এলাকায় আগে দেখা যায়নি। মেশিন দিয়ে মাটি কাটার সময় সাপটি আঘাত পায়। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি বোরহান বিশ্বাসের কাছে হস্বান্তর করা হয়েছে।
প্রশিক্ষক ও সাপ গবেষক বোরহান বিশ্বাস রোমন জানান, নতুন প্রজাতির সাপটি মারাত্মকভাবে আহত হয়েছে। সাপটি বর্তমানে রাজশাহীতে সাপ উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
মন্তব্য করুন