সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলকে একটি গাড়ি ধাক্কা দিলে মুশফিকুর নামের পুলিশের এক কনেস্টবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মুশফিকুর চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর কবিরহাট থানার ঘোষবাগ গ্রামের মমতাজুল করিমের ছেলে। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন মুশফিকুর। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় একটি গাড়ি তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় কাভার্ডভ্যান একটি পিকআপকে ধাক্কা দিলে এর চালক নিহত হন। তার নাম  মো. রাকিবুল ইসলাম (১৯)। এ ঘটনায় ঘটনায় আহত হন পিকআপের আরোহী মো. হৃদয় (১৯) ও মো. সামাদ (২০) । তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাকিবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দু'টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।