- সারাদেশ
- চট্টগ্রামে ২৩ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামে ২৩ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৪

ফাইল ছবি
চট্টগ্রামে একটি বাসায় চুরির ঘটনায় দুই চোর, এক স্বর্ণের কারিগর ও স্বর্ণ কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৩ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলী থানার দক্ষিণকুল গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. আবদুল আজিজ, রাঙ্গামাটি জেলার থানার কাউখালী নতুন বাজার গ্রামের আবুল কাশেমের ছেলে বশির ওরফে বাচ্চু, চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেয়াবাদ চৌধুরী হাট এলাকার মৃত দীপাল ধরের ছেলে স্বর্ণ কারিগর সুমন ধর ও নগরের হাজারী গলির স্বর্ণ কারখানার মালিক সুমন সাহা।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত বছরের ১ অক্টোবর নগরের ফিরিঙ্গীবাজার এলাকার বাসা সিন্দুক চুরি করে নিয়ে যায় চোররা। যেখানে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এছাড়া বাসা থেকে একটি আইফোনও চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন গৃহকর্তা হুমায়ুন মোরশেদ সিদ্দিকী। পুলিশ মামলার তদন্তে নেমে চুরির পর সিন্দুক নিয়ে যেতে ব্যবহার করা সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে চালক মো. মুছাকে গ্রেপ্তার করেন। পরে তার দেয়া বর্ণনা অনুযায়ী আবদুল আজিজ ও বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী সুমন ধর ও সুমন সাহাকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি জানান, আবদুল আজিজ, বশির ও ওসমান পেশাদার চোর। তাদের সঙ্গে স্বর্ণ কারিগর সুমন ধরের জেলখানায় পরিচয় হয়। সেখানে বসে তারা বাসা বাড়ি থেকে স্বর্ণ চুরির পরিকল্পনা করেন। জামিনে বের হয়ে তিনজন মিলে ফিরিঙ্গীবাজারের বাসায় চুরি করেন। সেখান থেকে স্বর্ণ ভর্তি সিন্দুক চুরি করে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে আবদুল আজিজের বাসায় চলে যান। ধরা পড়ে যাওয়ার ভয়ে চুরি করা আইফোন ও একটি হাতঘড়ি কর্ণফুলী নদীতে ফেলে দেন তারা। পরে স্বর্ণগুলো সুমন ধরকে দেন তারা। সুমন ধর হাজারি গলির সুমন সাহার কারখানায় বসে স্বর্ণগুলো গলিয়ে নেন। এরপর গলানো স্বর্ণ কমদামে বিভিন্ন দোকানে বিক্রি করেন।
মন্তব্য করুন