- সারাদেশ
- আড়াইহাজারে জামদানি কারিগর খুন
আড়াইহাজারে জামদানি কারিগর খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান (৪৭) নামের এক হস্তচালিত জামদানি কারিগর খুন হয়েছেন। বৃহম্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদীকান্দা পাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মজিবুর রহমান ওই গ্রামের নুরুল হকের ছেলে। তার মাথাসহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যা থেকে মজিবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এর মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইলুমদী মদিনাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে তার লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির মেয়ে মারুফা বলেন, তার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল বলে জানা নেই। তিনি সহজ-সরল ব্যক্তি ছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন