- সারাদেশ
- মাহফিলে উস্কানি, ২ জনকে পুলিশে দিলেন কাদের মির্জা
মাহফিলে উস্কানি, ২ জনকে পুলিশে দিলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিলে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তাসহ দু'জনকে পুলিশে দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
আটক দু'জন হলেন- ধর্মীয়বক্তা মাওলানা ইউনুছ (৩৮) ও ইমরান হোসেন রাজু (২২)। মাওলানা ইউনুস কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে এবং ইমরান হোসেন রাজু বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় বক্তাসহ দু'জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। পরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই (ফরহাদ) বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক দু'জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি তিন আসামি পলাতক রয়েছে।
মন্তব্য করুন