কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের পাঁচ রোহিঙ্গা মাঝি (নেতা) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ২১ নম্বর চাকমারকূল ক্যাম্পে (পুথিবনিয়া) মিটিংয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন তারা। এরপর থেকে ওই পাঁচ মাঝি নিখোঁজ রয়েছেন। 

নিখোঁজ মাঝিরা হলেন- টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্পের বি-টু’র হেড মাঝি মো. রফিক ( ৪২), একই ক্যাম্পের এ-ব্লকের মাঝি মো. ইউসুফ (৪০) বি-ব্লকের মাঝি মো. মুসা (৩৯). সি-ব্লকের আমান উল্লাহ (৪৫), ডি-ব্লকের মো. সাব্বির আহমদ (৪৩)।

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্পে এপিবিএন পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম জানান, মিটিংয়ের কথা বলে ঘর থেকে বের হওয়া পাঁচ রোহিঙ্গার নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা অপহরণের শিকার হয়েছেন কি-না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের পরিবার লিখিত অভিযোগ দেয়নি।

নিখোঁজ মাঝি সাব্বির আহমদের বাবা হারুন রশিদ (৬৫) জানান, বুধবার দুপুরে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে সিআইসির সঙ্গে বৈঠকের কথা বলে ঘর থেকে বেরিয়ে যান তার ছেলে। তার সঙ্গে একই ক্যাম্পের আরও চার জন মাঝি ছিলেন। রাতে ঘরে না ফেরায় ফোনে করে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, ‘আমার খুব ভয় হচ্ছে। জানিনা আমার ছেলে কোথায় আছে। ও ক্যাম্পে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের চেষ্টা চালিয়ে আসছিল। এর সূত্র ধরেই ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ডাকতরা হয়তো ওদের ধরে নিয়ে গেছে। বিষয়টি পুলিশসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’

এর আগে গত ১০ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে দুই দল রোহিঙ্গা ডাকাতের মধ্যে গোলাগুলিতে নুর হাকিম নামের একজন নিহত হন।