- সারাদেশ
- লাশের মাথা ও হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা
লাশের মাথা ও হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার মির্জা আলম চেনু বিশ্বাসের কবর দুর্বৃত্তরা লাশের মাথা ও ডান হাত কেটে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী প্রয়াত চেনু বিশ্বাসের কবর খোঁড়া দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে এমন দৃশ্য দেখতে পান। পরে কবরটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।
ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়াত চেনু বিশ্বাসের ছোট ছেলে জীবন বিশ্বাস থানায় অভিযোগ দিয়েছেন।
এদিকে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা দেখার জন্য উপজেলার পার্শ্ববর্তী মানিকদিয়াড় কবরস্থানে ভিড় করে।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে গত ৪ ফেব্রুয়ারি সকালে মির্জা আলম চেনু বিশ্বাসের মৃত্যু হয়েছে। পরে তাকে ওই কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন