- সারাদেশ
- কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২

নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম-সমকাল
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে যশোর সদর হাসপাতালে আরও একজন মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।
বুধবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা জে কে ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঝিনাইদহের বারোবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশুসহ বাসের ৯ যাত্রী। বাকিরা হাসপাতালে মারা যান।
নিহত ১২ জনের মধ্যে ছয়জন ছিলেন যশোর এম এম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। তারা কলেজে পরীক্ষা শেষে যাত্রীবাহি জে কে পরিবহনে বাড়িতে ফিরছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার মারা যান নড়াইলের আব্দুর রশিদ মোড়ল।
মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের বাড়িতে চলছে শোকের মাতম। শিক্ষাজীবনের শেষ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় মারা যান তারা। কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের সনাতন দাশের মৃত্যুতে পরিবারে শোকের মাতম থামছে না। তাদের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে দিশেহারা বাবা-মা।
নিহত সনাতনের বাবা রনজিৎ দাস বলেন, রাজমিস্ত্রীর কাজ করে ছেলেকে পড়ালেখার খরচ চালাচ্ছিলেন। খুব কষ্ট করে খেয়ে না খেয়ে ছেলের ভবিষৎ গড়ছিলেন। আশা ছিল একদিন সে চাকরি করে সংসারের অভাব ঘুচাবে। কিন্তু তার সেই স্বপ্ন অধরা থেকে গেল।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বলেন, নিহত ১২ জনেরই পরিচয় মিলেছে। পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন