- সারাদেশ
- সিলেটে যুক্তরাজ্য ফেরত ১২২ জন কোয়ারেন্টাইনে
সিলেটে যুক্তরাজ্য ফেরত ১২২ জন কোয়ারেন্টাইনে

ফাইল ছবি
যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ১২২ জন প্রবাসী। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দুপুরে আনুষ্ঠানিকতা ও করোনা সার্টিফিকেট যাচাই-বাছাই ও পরীক্ষার পর সরকার নির্ধারিত সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ সমকালকে বলেন, ১৫৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেট পৌঁছে। এর মধ্যে সিলেট অঞ্চলের যাত্রী ১২২ জন। সিলেটের যাত্রীদেরকে নামিয়ে বাকি ৩৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে বিমানটি।
এর আগে সোমবার যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন ২শ’ জন প্রবাসী। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে সিলেটে দুটি ফ্লাইট নিয়মিত আসছে। প্রতি ফ্লাইটে একশ থেকে ২শ’র মধ্যে সিলেটের যাত্রী আসছেন। প্রাতিষ্ঠানিক ১৪ দিন কোয়ান্টোইন ঘোষণার পর যাত্রী সংখ্যা কমতে শুরু করলেও পরবর্তীতে ৪ দিন ও সর্বশেষ সাত দিন করায় আবার তা বাড়তে শুরু করেছে।
মন্তব্য করুন