চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। এ জন্য তিনি নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ভোট গ্রহণের তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, 'কম ভোট পাওয়ার পরও নৌকার প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর প্রতীকে তিন লাখ ৬৯ হাজার ভোট দেখানো হলেও তিনি সেখানে বেশি হলে ২০ থেকে ২৫ হাজার ভোট পেতে পারেন। এর সঙ্গে বাড়তি সাড়ে তিন লাখ ভোট তাকে যোগ করে দেওয়া হয়েছে। এভাবে ভোট ডাকাতি করে বিএনপির প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। তাই আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় যাব।'

ডা. শাহাদাত বলেন, 'ভোটের দিন দুপুর ২টা পর্যন্ত মাত্র ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। অথচ দুপুরের পর সাড়ে ২২ শতাংশ ভোট দেখানো হয়েছে। কমিশনের কাছ থেকে নির্বাচনের দিন প্রতি ঘণ্টার ভোটের হিসাব দেখতে চেয়েছিলাম। এজন্য সাত দিন সময়ও দিয়েছি। কিন্তু ১০ দিন পরও কমিশন সেই তথ্য দিতে পারেনি। নির্বাচনে চার হাজার ৮৮৫টি ইভিএম ব্যবহার করা হলেও মাত্র ১০টি বুথের ইভিএমের প্রিন্টেড কপি দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'এতদিন পর এসে কমিশন এখন বলছে এ তথ্য এখান থেকে দেওয়া সম্ভব নয়; ঢাকা থেকে সংগ্রহ করতে হবে। এসব কিছুই সাধারণ মানুষ ভালোভাবেই বোঝেন।' দেশে কোনো গণতন্ত্র না থাকায় এমনটি হচ্ছে। মানুষ ভোটের অধিকার, সাংবিধানিক অধিকারসহ সব হারিয়ে ফেলেছে'- বলেন ডা. শাহাদাত।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, 'বিএনপির মেয়র প্রার্থী ইভিএমের প্রিন্টেড কপির বিষয়ে তথ্য চেয়েছেন। কিন্তু সেটি আমার এখতিয়ারে নেই। এসব তথ্য ঢাকায় নির্বাচন কমিশন সংরক্ষণ করে। এজন্য কমিশনের কাছে যথাযথভাবে আবেদন করলে কমিশন সেটা বিবেচনা করে ব্যবস্থা নেবে।'

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিজয়ী মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।