- সারাদেশ
- টিকার অ্যাপসে অপশন থাকলেও কেন্দ্র নেই
টিকার অ্যাপসে অপশন থাকলেও কেন্দ্র নেই

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে করোনার টিকা দেওয়া ৬টি কেন্দ্রের মধ্যে জেলা পুলিশ লাইন্স হাসপাতালের নাম নেই। তবে টিকা নেওয়ার জন্য 'সুরক্ষা' অ্যাপসে নিবন্ধন করার সময় ওই হাসপাতালের নাম আসায় ৯ শতাধিক ব্যক্তি কেন্দ্র হিসেবে সেটার নাম নির্বাচন করেছেন। এতে তারা বিপাকে পড়েছেন। তবে তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া সুরক্ষা অ্যাপসে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নেরও নাম নেই। জনসংখ্যার দিক দিয়ে এই ইউনিয়ন জেলার দ্বিতীয় বৃহত্তম।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গার্মেন্ট কর্মকর্তা আব্দুল জলিল জানান, অ্যাপসে টিকা নিতে নিবন্ধন করার সময় কেন্দ্র হিসেবে পুলিশ লাইন্স হাসপাতাল নির্বাচন করেন। তবে পুলিশ লাইন্সে গিয়ে জানতে পারেন, এ হাসপাতালে কোনো টিকা দেওয়া হচ্ছে না। পরে তিনি ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে টিকা নেন।
বিষয়টি স্বীকার করে জেলা পুলিশ সুপার জায়েদুল ইসলাম বলেন, অনেকেই এ রকম বিভ্রান্তিতে পড়েছেন। জেলা পুলিশ হাসপাতালে আউটডোর থাকলেও কোনো ইনডোর নেই। এখানে টিকা দেওয়ার ব্যবস্থাও করা হয়নি।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, অ্যাপসে পুলিশ হাসপাতালটি কীভাবে এলো তা আমরা জানি না। বিষয়টি নজরে আসার পরপরই এটি বাদ দেওয়ার জন্য সংশ্নিষ্ট দপ্তরে যোগাযোগ করতে সিটি করপোরেশনকে বলা হয়েছে। তবে তারা যোগাযোগ করেনি। পরে সংশ্নিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে। শিগগির এই অপশন বন্ধ হবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৯ শতাধিক ব্যক্তি কেন্দ্র হিসেবে পুলিশ লাইন্স হাসপাতালকে নির্বাচন করেছেন। তাদের ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে টিকা নিতে অনুরোধ জানিয়ে এ পর্যন্ত ২৫০ জনকে এসএমএস দেওয়া হয়েছে।
এদিকে, অ্যাপসে ফতুল্লা ইউনিয়নের নাম না থাকায় এই ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন বলেন, এ ইউনিয়নের শুধু ভোটার এক লাখ ৩০ হাজার। বিষয়টি জেলা প্রশাসক, সিভিল সার্জন, করোনার ফোকাল পারসনসহ সংশ্নিষ্টদের জানানো হয়েছে। তবে কোনো লাভ হচ্ছে না।
এ বিষয়ে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন জাহিদুল ইসলাম জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দু-একদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে। তবে তারা পার্শ্ববর্তী ইউনিয়ন সিলেক্ট করে টিকা নিতে পারেন।
নারায়ণগঞ্জে টিকা দেওয়ার ৬টি কেন্দ্র হচ্ছে- নারায়ণগঞ্জ তিনশ শয্যা করোনা
হাসপাতাল, নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৪টি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেপ।
মন্তব্য করুন